SEO ফ্রেন্ডলি আর্টিকেল লেখার নিয়ম
SEO ফেন্ডি আর্টিকেল লেখার নিয়ম সম্পর্কে জানতে হলে সর্বপ্রথম আপনাকে SEO কি ? সেটি সম্পর্কে পূর্ণ জ্ঞান থাকতে হবে SEO মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। SEO করলে কি হয়? আমরা যে ওয়েবসাইটে লেখালেখি করি যাতে লোকজন আমাদের ওয়েবসাইটে এসে আর্টিকেল পড়তে পারে এবং সেখান থেকে জ্ঞান লাভ করতে পারে। লোকজন যেন google এ আমাদের পেজটি সামনে সারিতে দেখতে পাই সে জন্য আমাদের SEO করতে হয় ।
SEO ফ্রেন্ডলি আর্টিকেল লেখার নিয়ম মেনে আর্টিকেল লিখলে আপনার আর্টিকেল ব্যাংক করবে বা সামনের সাড়িতে দেখা যাবে।তো আসুন আমরা জেনে নিয়ে SEO ফ্রেন্ডলি আর্টিকেল লেখার নিয়ম সম্পর্কে। কিভাবে নিয়ম মেনে আর্টিকেল লিখতে হয় এবং সে নিয়ম গুলো কি কি ।
সূচিপত্র : SEO ফ্রেন্ডলি আর্টিকেল লেখার নিয়ম
- আর্টিকেল রাইটিং সম্পর্কে ধারণা থাকা
- পারফেক্ট কিওয়ার্ড নির্বাচন করা
- আর্টিকেলে টপিক সম্পর্কে বিস্তারিত জানা
- SEO ফ্রেন্ডলি আর্টিকেলের ভূমিকা লেখার নিয়ম
- আর্টিকেলে টাইটেল এবং মেটা টাইটেল ব্যবহার করা
- ফিচার ইমেজ ব্যবহারের সঠিক নিয়ম
- SEO ফ্রেন্ডলি আর্টিকেল দৈর্ঘ্য কেমন হবে
- SEO ফ্রেন্ডলি আর্টিকেলে H1,H2,H3 হেডিং টগার ব্যবহার।
- আর্টিকেলের মধ্যে পাঠাক জিজ্ঞাসা সেকশন ব্যবহার করা
- SEO ফ্রেন্ডলি আর্টিকেলে পার্মালিক এর ব্যবহার
- আর্টিকেলের মধ্যে সেই রিলেটেড ট্রপিক লিঙ্ক করা
- SEO ফ্রেন্ডলি আর্টিকেল লেখার নিয়ম সম্পর্কে লেখক এর মন্তব্য
আর্টিকেল রাইটিং সম্পর্কে ধারণা থাকা
SEO ফ্রেন্ডলি আর্টিকেল লেখার নিয়ম জানার আগে, আমাদের আর্টিকেল রাইটিং কি? আর্টিকেল রাইটিং কেন করব? আর্টিকেল রাইটিং এর সুবিধা সে সম্পর্কে সম্পন্ন ধারণা থাকতে হবে। তারপর জানতে হবে SEO ফ্রেন্ডলি আর্টিকেল লেখার নিয়ে। কারণ SEO ফ্রেন্ডলি আর্টিকেল না লিখলে আমরা আর্টিকেল rang করাতে পারবো না। আর আর্টিকেল রাঙ্ক করাতে না পারলে আমাদের আর্টিকেল মানুষ পড়েতে পারবেনা।
মানুষ যেন আমাদের আর্টিকেল গুলো পড়ে উপকৃত হতে পারিস সেই জন্য আমরা আর্টিকেল লিখি। এখন যদি মানুষজন আমাদের আর্টিকেল পড়তেই না পারে তবে আমাদের আর্টিকেল লিখে কি লাভ। তাই এবার আসুন জেনে নিয় আর্টিকেল আসলে কি ভাবে রেংক করাতে হয়। আর এইজন্য আমাদের SEO ফ্রেন্ডলি আর্টিকেল লিখতে হবে । SEO ফ্রেন্ডলি আর্টিকেল লেখার নিয়ম এর জন্য কয়েকটি ধাপ পালন করতে হবে।
পারফেক্ট কি ওয়ার্ড নির্বাচন করা
SEO ফ্রেন্ডলি আর্টিকেল লেখার নিয়ম হচ্ছে পারফেক্ট কিওয়ার্ড নির্বাচন। আমরা আর্টিকেল কেন লিখি।লোকজন যে বিষয়ে জানতে বেশি আগ্রহ সে বিষয়ে সঠিক ধারণা বা তথ্য দেওয়ার জন্যই আমরা সে বিষয়ের উপর আর্টিকেল লিখি। এখন লোকজন কোন বিষয়ে জানার জন্য কি লিখে সার্চ দেয় সেটাই হচ্ছে কি ওয়ার্ড। তাই লোকজনের জানার আগ্রহ মেটানোর জন্য একটি পারফেক্ট কীওয়ার্ড নির্বাচন করে সে বিষয়ে আর্টিকেল লেখতে হবে।
এস ই ও ফ্রেন্ডলি আর্টিকেল লেখার নিয়ম এর প্রথম ধাপটি হচ্ছে ফোকাস কিওয়ার্ড নির্বাচন করা।কারণ আমাদের দেশের ৮০% লোক হেড লাইন দেখেই সে বিষয়টি পড়বো কিনা সেটির ধারণা নিয়ে থাকে।তাই এমনভাবে কেউ আর নির্বাচন করতে হবে যেন লোক জন্য আকৃষ্ট হয়ে সেখানে ক্লিক কর। যে বিষয়ে সার্চ ভলিউম বেশি সে বিষয়ে একটি পারফেক্ট কি ওয়ার্ড নির্বাচন করে আমাদের আর্টিকেল লিখতে হবে।
আর্টিকেলের টপিক সম্পর্কে বিস্তারিত জানা
আপনি যে টপিক বা বিষয়ের উপর আর্টিকেল লিখতে চাচ্ছেন সে বিষয়ে আপনার বিস্তারিত জ্ঞান থাকতে হবে।এইজন্য সে বিষয়ের উপর আপনাকে বেশি বেশি করে রিসার্চ করতে হবে। সে বিষয়ের উপর আপনাকে বিস্তারিত জেনে নতুন নতুন তথ্য সংযুক্ত করতে হবে আপনার আর্টিকেলের মধ্যে। তাহলে গুগল এডসেন্সের অনুমতি দিবে তাড়াতাড়ি। SEO ফ্রেন্ডলি আর্টিকেল লেখার নিয়ম মানেই নতুনত্ব কে এড করা। আর গুগল নতুনত্ব কেয় প্রাধান্য দেয় বেশি।
আরো পড়ুনঃ লুডু গেম খেলে টাকা ইনকাম
তাই আপনার সেই বিষয় যত বেশি জ্ঞান থাকবে আপনি সে বিষয়ে তত বেশি লিখতে পারবেন। একটি আর্টিকেল লেখার আগে যে টপিকের উপর আর্টিকেল লিখবেন সে টপিক গুগলে সার্চ দিয়ে নেবেন এবং দেখবেন কোন আর্টিকেল টি প্রথম পেজে রয়েছে। এগুলো প্রথমে ভালোভাবে পড়ে নিবেন। তারপর সে বিষয়ে ধারণা নিয়ে লেখা শুরু করবেন। তাহলে আপনি ওই বিষয়ে ভালো লিখতে পারবেন।
SEO ফ্রেন্ডলি আর্টিকেলে ভূমিকা লেখার নিয়ম
SEO ফ্রেন্ডলি আর্টিকেলে লেখার নিয়ম এর প্রথম এটাই হচ্ছে ভূমিকা। আর এই ভূমিকা এমন হতে হবে যেন পাঠক সহজে বুঝতে পারে আলোচনাতে আজকে কি কি থাকছে। আলোচনার বিষয় সম্পর্কে একটি প্রাথমিক ধারণা যেন পাই এই ভূমিকা থেকে। তাহলে পাঠকের যে বিষয়ে জানতে আগ্রহ সে বিষয়ে একটি ধারণা পাবে। পরবর্তীতে সিদ্ধান্ত নেবে বিস্তারিত পড়বে না পড়বেনা। অনেক ওয়েবসাইটে দেখা যায় ভূমিকতে থাকে এক আর বিস্তারিততে থাকে আরেক এতে পাঠক বিভ্রান্ত হয় পরবর্তীতে ঐ ওয়েবসাইটকে এড়িয়ে চলে।
তাই এমন ভাবে ভূমিকা লিখতে হবে যেন লেখক পরে একটু পরে বিস্তারিত পড়তে চায় এবং আপনার ওয়েবসাইটের প্রতি আগ্রহ জন্মে। ভূমিকা লিখার সময় প্রথমে দুই তিন লাইন লিখার পর একটি ফিচার দিতে হবে।তারপর আরো কয়েক লাইন লিখে পেজ পত্র লিখতে হবে।
আর্টিকেলে টাইটেল ও মেটা টাইটেল ব্যবহার করা।
SEO ফ্রেন্ডলি আর্টিকেল লেখার নিয়ম এর জন্য টাইটেল খুব গুরুত্বপূর্ণ। কারণ বেশির ভাগ মানুষ এখনো টাইটেল দেখে পোস্ট পড়ে।প্রতি ১০ জনে ৮ জনে পুরো পোস্ট না পড়ে শুধু টাইটেলে পড়েই চলে যায়। তাই টাইটেল ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে সজাক হতে হবে।কারণ একটি আর্টিকেলের টাইটেল যত অ্যাটাকটিভ হবে ভিজিটর তত বেশি আসবে। তাই টাইটেল সবসময় লোভনীয় আকারে তৈরি করতে হবে। টাইটেল এমন ভাবে তৈরি করতে হবে যেন মানুষ আপনার কথাতেই আকৃষ্ট হয় এবং আপনার ওয়েবসাইটে ক্লিক করে। এতে করে আপনার ভিজিটর বাড়বে।
আর মেটা টাইটেল হল গুগলে লোক জন যখন কোন কিছু লিখে সার্চ দেয় google তখন সেটাকে কিছু বর্ণনা আকারে প্রকাশ করে সেটি হচ্ছে মেটা টাইটেল । মেটা টাইটেল গুগল কোথা থেকে ভিজিটর কে দেখাবে সেটা গুগল নিজে নির্ধারণ করে। টাইটেলে ও মেটা টাইটেল কিছু বৈশিষ্ট্য রয়েছে, এগুলো হলো :
- টাইটেল ৫ থেকে ১০ শব্দের মধ্যে হতে হবে।
- টাইটেলের মধ্যে ফোকাস কি ওয়াট সংযুক্ত করতে হবে।
- টাইটেল এর মধ্যে কিছু বিশেষ চিহ্ন ছাড়া অন্য কোন চিহ্ন ব্যবহার করা যাবে না।
- মানুষকে আকৃষ্ট করে এমন টাইটেল ব্যবহার করতে হবে
- মেটা টাইটেল ১০০ থেকে ১৫০ ক্যারেক্টার মধ্যে হতে হবে।
ফিচার ইমেজ ব্যবহারের সঠিক নিয়ম
SEO ফ্রেন্ডলি আর্টিকেল লেখার নিয়ম এর ক্ষেত্রে সঠিকভাবে ফিচার ইমেজ ব্যবহার করতে হবে। একটি আর্টিকেলের মধ্যে কমপক্ষে তিনটি ফিচার ইমেজ ব্যবহার করতে হবে। ফিচার ইমেইজের মধ্যে অবশ্যই ফোকাস কিওয়ার্ড সংযুক্ত করতে হবে। seo ফ্রেন্ডলি আর্টিকেল লেখার নিয়ম এর ক্ষেত্রে ফিচার ইমেজ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ লোকজন শুধু লেখা পড়তে বিরক্ত করে। তাই লিখার মধ্যে ফিচার ইমেজ থাকলে লোকজন ইন্টারেস্ট পাই পড়ার জন্য।
ফিচার ইমেজ এড করলে লেখার সৌন্দর্য ও বারে এবং পড়তে ভালো লাগে। ফিচার ইমেজের মধ্যে আপনার ওয়েবসাইটের জলছাপ দিলে ভালো হয়। ফিচার ইমেজ সব সময় কনটেন্ট রিলেটেড হতে হবে। ফিচার ইমেজ এর সাইজ হাইট ১১০০ এবং ওয়েট ৬৫০ রাখতে হবে। ফিচার ইমেজ সব সময় আই দিয়ে বানাতে হবে।
SEO ফ্রেন্ডলি আর্টিকেলের দৈর্ঘ্য
SEO ফ্রেন্ডলি আর্টিকেল লেখার ক্ষেত্রে অবশ্যই আপনাকে গুগলের ফরমালিটি মেনে আর্টিকেল লিখতে হবে। এজন্য আপনাকে আর্টিকেলের দৈর্ঘ্যের উপর নজর দিতে হবে। আর্টিকেলের দৈর্ঘ্য যেন খুব বেশি না হয় এবং খুব কম না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর্টিকেলের মধ্যে অযথা গ্যাপ দেওয়া। নতুন অবস্থায় আর্টিকেল লেখার ক্ষেত্রে ১২০০ থাকে ১৫০০ বিশিষ্ট হতে হবে। নতুন অবস্থায় আপনার ঐ ওয়েবসাইট কেমন জনপ্রিয় হবে না তাই আপনাকে আপনার কনটেন্ট এর মধ্যে বিভিন্ন তথ্য এড করতে হবে। এবং তথ্যগুলো অবশ্যই নতুন নতুন এবং সঠিক তথ্য হতে হবে।
আরো পড়ুনঃ জীবনে সফল হওয়ার মূল মন্ত্র
লোকজন আপনার ওই সাইটের প্রতি আস্থা পারবে এবং আপনার ওয়েবসাইটটি নিয়মিত পড়বে SEO ফ্রেন্ডলি আর্টিকেল লেখার ক্ষেত্রে অতিরিক্ত তথ্য দিতে গিয়ে যেন একই কথা বারবার রিপিট না হয় সেদিক খেয়াল রাখতে হবে। অবশ্যই আর্টিকেল লিখা ইউনিক হতে হবে।
SEO ফ্রেন্ডলি আর্টিকেলে H1, H2, H3 হেডিং ট্যাগের ব্যবহার
একটি আর্টিকেল লিখার ক্ষেত্রে যেমন SEO করা জরুরী। তেমনি SEO ফ্রেন্ডলি আর্টিকেল লেখার নিয়ম এর ক্ষেত্রে হেডিং টাক ব্যবহার করা জরুরী। একটি আর্টিকেল লেখার ক্ষেত্রে তার বিশেষ বিশেষ পয়েন্টগুলো উল্লেখ করার জন্য এই জান H1,H2,H3 হেডিং ট্যাগ ব্যবহার করা হয়। কোন পয়েন্টের আন্ডারে কোন কথাগুলো লিখা আছে google তা সহজে বুঝতে পারেনা। তাই গুগলকে বোঝানোর জন্য হেডিং টাক ব্যবহার করা হয়। আর গুগল সেটি বুঝতে পারলে সুন্দরভাবে উপস্থাপন করে ভিজিটরদের সামনে। এটা দর্শক সহজে বুঝতে পারি কোনটির আন্ডারে কোনটি লেখা আছে।
আর্টিকেলের মধ্যে হেডিং ট্যাগ দেওয়া SEO ফ্রেন্ডলি আর্টিকেল লেখার একটি পার্ট। SEO ফ্রেন্ডলি আর্টিকেল লেখার নিয়ম এর ক্ষেত্রে প্রতিটা হেডিং এরমধ্যে দুই তিনটে পাড়া রাখতে হবে। এবং কোন কোন হেডিং এর ক্ষেত্রে পয়েন্ট উল্লেখ করলে সেগুলো সাব হেডিং বা বুলেট লিস্টিং এর মাধ্যমে রাখতে হবে। হেডিং এর আন্ডারে লেখাগুলো প্যারাগ্রাফ আকারে লিখতে হবে।
আর্টিকেলের মধ্যে পাঠক জিজ্ঞাসা সেকশন ব্যবহার করা
SEO ফ্রেন্ডলি আর্টিকেল লেখার নিয়ম এর মধ্যে পাঠক জিজ্ঞাসা অপশন রাখতে হবে।যাতে করে পাঠক আপনার আর্টিকেল পড়ে তাদের মতামত প্রকাশ করতে পারে। কারন আমাদের আর্টিকেল লেখার মেন উদ্দেশ্যে হচ্ছে পাঠক। আমরা পাঠকদের উদ্দেশ্যে করি আর্টিকেল লিখে থাকি। এই পাঠকদের কি চাওয়া পাওয়া তাদের কি মতামত সেটা জানার জন্যই আমাদের পাঠক জিজ্ঞাসা সেকশন রাখতে হবে। এতে করে আমরা পাঠকের মতামত সহজে বুঝতে পারব।
তাদের মধ্যে কোন প্রশ্ন থাকলে তারা আমাদের পাঠক জিজ্ঞাসা সেকশন এসে প্রশ্ন করতে পারবেন। তাদের মতামত তুলে ধরতে পারবেন। তাছাড়া আমাদের ওই শাড়িটার কোন ভুলত্রুটি তারা এই পাঠক জিজ্ঞাসা সেকশন এর মধ্যে তথ্য প্রকাশ করতে পারবেন।
SEO ফ্রেন্ডলি আর্টিকেলে পার্মালিক এর ব্যবহার
SEO ফ্রেন্ডলি আর্টিকেল লেখার নিয়ম মেনে আর্টিকেল লিখলে অবশ্যই আর্টিকেলের মধ্যে permalink অ্যাড করতে হবে। কারণ একটি আর্টিকেলের পার্মার লিংকই আর্টিকেল র্যাঙ্ক করাতে সাহায্য করে। একটি আর্টিকেল কোন ক্যাটাগরিতে লেখা সেটা পার্মালিংক আড করলে ভিজিটর ভালোভাবে বুঝতে পারবে। পারমালিংক সব সময় কাস্টম পারমালিংকে রাখতে হবে। এবং আর্টিকেলের মধ্যে permaling সবসময়ই ইংরেজিতে লিখতে হবে। SEO ফ্রেন্ডলি আর্টিকেলে পারমালিংক লেখার ক্ষেত্রে কিছু নিয়ম মেনে ফারমালিনক লিখতে হয় । এগুলো নিচে আলোচনা করা হলো
- যে বিষয়ে উপর আর্টিকেল লিখব সেই আর্টিকেলের ফোকাস কি ওয়ার্ড আর্মালিঙ্ক এ এড করতে হবে
- পারমালিঙ্ক অবশ্যই ইংরেজিতে লিখতে হবে
- পার্মালিংক এর মধ্যে একাধিক শব্দ ব্যবহার করলে দুটো শব্দের মাঝে - চিহ্ন ব্যবহার করতে হবে
- পার্মালিংকের মধ্যে কোন বিশেষ চিহ্ন ব্যবহার করা যাবে না
আর্টিকেলের মধ্যে সেই রিলেটেড টপিক লিংক করতে হবে
SEO ফ্রেন্ডলি আর্টিকেল লেখার নিয়ম এর ক্ষেত্রে একটি আর্টিকেলের মধ্যে কমপক্ষে তিনটি সেই রিলেটেড অন্য আর্টিকেলের লিংক এড করতে হবে। এতে করে একটি আর্টিকেল পড়তে গিয়ে পাঠক আরেকটি লিংক এর মধ্যে ঢুকে আপনার ওয়েবসাইটে অধিক সময় ব্যয় করবে এতে আপনার ভিজিটর বাড়বে এবং আপনার ইনকাম বেশি হবে। যা আপনারা এস ই ও ফ্রেন্ডলি আর্টিকেল লেখার ক্ষেত্রে সাহায্য করবে এবং আপনার আর্টিকেলটি রেঙ্ক করতে সাহায্য করবে।
একটি আর্টিকেল লেখার ক্ষেত্রে পেজ সূচিপত্রের পরে একটি আরো পড়ুন সেকশন সংযুক্ত করতে হবে। এরকম ভাবে আরো দুই আরো পড়ুন একশন যুক্ত। SEO র ক্ষেত্রে এগুলোকে বলে ইন্টার লিংক করা। আর্টিকেলের মধ্যে ইন্টার্লিংক করলে আপনার ওয়েবসাইটের পক্ষে ভালো হবে।
SEO ফ্রেন্ডলি আর্টিকেল লেখার নিয়ম সম্পর্কে লেখকের মন্তব্য
আমরা যে আর্টিকেলটি লিখি সেটি যেন google ফার্স্ট পেজ দেখা যায় এবং লোকজন যেন আমাদের আর্টিকেলটি পড়তে পারে। সেই জন্য আমরা টিকে লিখে থাকি। আর গুগলে আপনার আর্টিকেল ফাস্ট পেজে র্যাংক করার জন্য আপনাকে অবশ্যই SEO ফ্রেন্ডলি আর্টিকেল লেখার নিয়ম মেনে আর্টিকেল লিখতে হবে।উপরে আমরা আলোচনা করেছি SEO ফ্রেন্ডলি আর্টিকেল লেখার নিয়ম সম্পর্কে। আশা করি এসব নিয়ম মেনে আর্টিকেল লিখলে আপনারা ঠিক আর্টিকেল গুগল ফাস্ট পেজের র্যাঙ্ক করবে।
আমরা চাই আমাদের ভিজিটরদের সবসময়ই সঠিক বিষয়ে ধারণা দিয়ে জীবনে সফল পথে যেন এগোতে পারে। আমরা আমাদের ভিজিটরদের মন রাখতে চেষ্টা করি। তাই আমাদের আর্টিকেলটি আপনাদের যদি ভালো লেগে থাকে। তবে অবশ্যই বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবেন। এবং কোন অভিযোগ ও মতামত থাকলে কমেন্ট সেকশনে গিয়ে আপনার মূল্যবান মতামত জানাবেন।
এএন আইটি কেয়ার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url