জীবনে সফল হওয়ার মূল মন্ত্র
জীবনে সফল হওয়ার মূল মন্ত্র কি তা আমাদের সকলের জানার আগ্রহ বেশি। কারণ সফল হতে আমরা সকলে চাই। তাই আজ আলোচনা করব জীবনে সফল হওয়ার মূল মন্ত্র নিয়ে। যেগুলো ফলো করলে আপনি অল্প পরিশ্রমে সফল হতে পারবেন তাড়াতাড়ি।
সফলতার পেছনে অনেকের অনেক প্রচেষ্টা থাকে। চেষ্টা করলে জীবনে কোন কিছু অপূর্ণ থাকেনা। একমাত্র চেষ্টা ও পরিশ্রম নিয়ে যাবে আপনাকে সাফল্যের শীর্ষে। তাই আপনাদের সফল করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আজকের আর্টিকেলটি বিস্তারিত পড়লে উপকৃত হতে পারবেন আশা রাখি।
পেজ সূচিপত্র: জীবনে সফল হওয়ার মূলমন্ত্র
- নিজেকে নিজে বোঝা ও সময় দেওয়া
- লোকের কথায় না ভেবে সামনে এগিয়ে যাওয়া
- কোন কাজ কে ছোট ভাবা যাবে না
- কঠোর পরিশ্রম করতে হবে
- সব সময় নিজেকে পজেটিভ রাখতে হবে
- ব্যর্থতাকে বারবার ভাবা যাবে না
- পরিকল্পনা করে কাজ করতে হবে
- পজেটিভ মানুষের সাথে মিশতে হবে
- ক্রিয়েটিভ মাইন্ডের হতে হবে
- লেখক এর মন্তব্য: জীবনের সফল হওয়ার মূলমন্ত্র
নিজেকে নিজে বোঝা ও সময় দেওয়া
জীবনে সফল হওয়ার মূলমন্ত্র কি তা জানতে হলে আপনাকে কয়েকটি ধাপ অতিক্রম করতে হবে। তার মধ্যে প্রথম ধাপটি হচ্ছে নিজেকে ভালোভাবে জানা বা বোঝা। সবার আগে নিজেকে পায়েরেটি দিন, নিজেকে বুঝুন। আপনার মন কি চাই, নিজের কনফিডেন্স লেভেল বাড়ান। এইজন্য নিজেকে নিজে সময় দিতে হবে।
কিছুক্ষণের জন্য সবার কাছ থেকে আলাদা হয়ে একা একা বসে ভাবতে হবে বা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে হবে। এরপর আপনি আপনার পরিবার ও ঘনিষ্ঠ মানুষ জনের খবর নিন। কারণ তাদের নিয়ে আমরা বেশি চিন্তিত থাকি। নিজের মনকে আগে শান্তিতে রাখুন।তাহলে যে কোন কাজ আপনি মনোযোগ সহকারে করতে পারবেন।
লোকের কথায় না ভেবে সামনে এগিয়ে যাওয়া
অনেক সময় আমাদের মন যা চায় তা করতে পারি না পাড়া প্রতিবেশি বা সমাজের ভয়ে।কিন্তু তাদের কথায় কান না দিয়ে আপনার পক্ষে যেটা ভালো হবে। যেটা আপনি মনোযোগ সহকারে করতে পারেন। যেটাতে আপনি সুখী হবেন। যেটা করলে আপনার সুবিধা হবে সেটাই আপনাকে করতে হবে। লোকের কথায় কান দিলে চলবে না। সামনে এগোতে হলে আপনার অনেক বাধা বিপদে আসবে। সেগুলো মোকাবেলা করে আপনাকে জীবনে সফল হওয়ার মূল মন্ত্র নিয়ে এগিয়ে যেতে হবে।
আরো পড়ুনঃ লুডু গেম খেলে টাকা ইনকাম
একদিন একটি লোক তার স্ত্রীকে সঙ্গে নিয়ে ঘুরতে বের হয়েছিল। তাদের সঙ্গে একটি গাধাও ছিল। তো লোকটি স্ত্রীকে গাধার পিঠা তুলেছিল আর নিজে হেঁটে ঘুরছিল। তখন কিছু লোক তাকে উদ্দেশ্য করে বলছিল লোকটা কত বউ পাগলা যে নিজে হাঁটছে অথচ বউকে গাধার পিঠে তুলেছে। সে কথা শুনে লোকটি নিজেও গাধার পিঠে উঠে গেল এবং এভাবে ঘুরতে থাকলো। আবার কিছু লোক তাদেরকে উদ্দেশ্য করে বলতে থাকে যে মানুষ কত নির্দয় অবলা জন্তুকে এতটা কষ্ট দিচ্ছে।
তখন তারা দুজনেই গাধার পিঠ থেকে নেমে হাঁটতে শুরু করল।এবার আবারো কিছু লোক তাদের উদ্দেশ্যে করে বলতে থাকলো এরা কত বোকা সঙ্গে একটি গাধা থাকা সত্ত্বেও তারা হেঁটে হেঁটে ঘটছে। তো এর থেকে কি বোঝা গেল।সমাজে আপনি যাই করুন না কেন সমালোচনা কারীরা আপনার সমালোচনা করবেই ।
কোন কাজ কে ছোট ভাবা যাবেনা
জীনবে সফল হওয়ার মূল মন্ত্র হতে হবে সৎ পথে উপার্জন করা। আর সৎ পথে উপার্জন করার মূল মন্ত্র সমাজে কোন কাজকেই ছোট ভাবা যাবেনা। জীবনের সফল হওয়ার মূল মন্ত্র হচ্ছে যেকোনো কাজ করতে সর্বদা প্রস্তুত থাকা। সমাজের প্রতিটি কাজকে আপনার শ্রদ্ধা করতে হবে। এবং কাজ করার মন মানসিকতা তৈরি করতে হবে। কোন কাজ ছোট কোন কাজ বড়, এই কাজ করলে সমাজে কি বলবে, বন্ধুবান্ধবরা কি ভাববে, আত্মীয়-স্বজনরা কি বলবে এসব ভাবা চলবেনা।
ব্যবসা করতে চান অথচ আপনারা পুজি গল্প, আপনি ফুট পাত থেকেই ব্যবসা শুরু করুন, সঠিকভাবে পরিশ্রম করলে আপনি একদিন হয়তো সেই ফুটপাত থেকেই একজন সফল ব্যবসায়ী হয়ে উঠতে পারবেন। তার জন্য আপনার সময় ও ধৈর্যের প্রয়োজন। সঠিক ভাবে কাজ করলে সফল আপনি হবেন।
কঠোর পরিশ্রম করতে হবে
সফলতার কোন রাস্তায় মসৃণ নয়। প্রতিটা সফলতার পেছনে থাকে সততা, ধৈর্য আর কঠোর পরিশ্রম। জীবনে সফল হওয়ার মূল মন্ত্র হচ্ছে কঠোর পরিশ্রম করা। জীবনের যে যত পরিশ্রমই সে তত উন্নত। অলসতা কখনো আপনাকে উন্নতির চরম শিখরে পৌছাতে পারবে না।আপনি যে কাজটি করছেন সেটি কঠোর পরিশ্রম ভাবে করে যান দেখবেন সফলতা একদিন আপনার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে।
পৃথিবীতে যত ব্যক্তি সফল হয়েছে তাদের ইতিহাস ঘাটলে দেখা যায় তারা কতটা পরিশ্রম করেছে সফলতা পাওয়ার আশায়। জীবনের ক্ষণিকের সুখ, শান্তি, আশা, আকাঙ্ক্ষা বিসর্জন দিয়ে পরিশ্রম করতে হবে। আপনি যখন সফল হবেন তখন সারা জীবন সুখ শান্তিতে থাকতে পারবেন।
সব সময় নিজেকে পজিটিভ রাখতে হবে কেন
আমাদের দেহের সবকিছু পরিচালনা করে আমাদের ব্রেন। আপনি যদি সব সময় পজেটিভ চিন্তাভাবনা করেন তবে আপনার ব্রেন ও পজেটিভ চিন্তাভাবনা করবে। আর আপনি যদি সবসময় বলতে থাকেন আমি পারবো না, আমার দ্বারা কিছু হবে না, আমি কিছু বুঝিনা এসব চিন্তা ভাবনা করলে আপনার ব্রেন আপনাকে সঠিকভাবে পরিচালনা করতে পারবে না।
আরো পড়ুনঃ বাংলা মাসের ক্যালেন্ডার ২০২৫
এতে আপনি নতুন কিছু সৃষ্টি করতে পারবেন না।কারন আমাদের ব্রেন না কথাটি শুনতে অভ্যস্ত না। ব্রেনে সবসময় পজিটিভ চিন্তা ভাবনা প্রয়োগ করতে হবে। ব্রেনকে আপনি নতুন কিছু ভাবনা দিলে ব্রেন সেটা নিয়ে চিন্তা করবে। আমাদের শরীলের জন্য যেমন পুষ্টিকর খাদ্যের প্রয়োজন ,তেমনি ব্রেনের পুষ্টির জন্য ব্রেন কে ভালো ভালো চিন্তার ভাবনার মধ্যে রাখতে হবে।
ব্যর্থতাকে বারবার ভাবা যাবে না
যেসব চিন্তাভাবনা আপনার কর্ম ক্ষেত্রে বাধার সৃষ্টি করবে সেসব চিন্তা ভাবনা না করাই ভালো। আপনি যদি কোন ক্ষেত্রে ব্যর্থ হন তবে সেটা নিয়ে ভাবলে নতুন কিছু সৃষ্টি করতে পারবেন না। তাই ব্যর্থতাকে না ভেবে নতুন নতুন চিন্তাভাবনা নিয়ে কাজ করতে হবে। আমরা যেমন বলি শোক কে শক্তি তে পরিণত করতে হবে। তেমনি করে ব্যর্থতা থেকে অনুপ্রেরণা নিয়ে কাজ করতে হবে। প্রত্যেক সফলতার পেছনে কিছু ব্যর্থতার গল্প থাকে। কারণ ব্যর্থতা ছাড়া সফলতার সঠিক স্বাদ অনুভব করা যায় না।
রবার্ট ব্রুস এর গল্প আমরা সবাই জানি, তিনি কিভাবে তার রাজ্য ফিরে পেয়েছিলেন। তিনি বারবার যুদ্ধ করতেন এবং যুদ্ধে পরাজিত হতেন। একবার তিনি তার শত্রুদের হাত থেকে বাঁচার জন্য গুহায় আশ্রয় নিয়েছিলেন।সেখানে তিনি দেখলেন এক মাকড়সা তার বাসা তৈরি করার জন্য বারবার ব্যর্থ হচ্ছে তারপরেও চেষ্টা করে যাচ্ছে অবশেষে তাহলে কি মাকড়সাটি সফল হল এবং তার বাসা তৈরি করল। এটা দেখে রোবট ব্রুস অনুপ্রাণিত হলো এবং আবার যুদ্ধ করবে বলে প্রস্তুত নিল।
অবশেষে সে যুদ্ধ করলো এবং যুদ্ধে জয়লাভ করলো। এটা থেকে বুঝা গেল যে জীবনে কোন কিছু নিয়ে হতাশ হলে চলবে না। সেটা থেকে অনুপ্রাণিত হয়ে আমাদের নতুন ভাবে প্রচেষ্টা নিয়ে কাজ করতে হবে।
পরিকল্পনা করে কাজ করতে হবে
জীবনের সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত টা নেওয়া হচ্ছে বুদ্ধিমানের কাজ। সবার ব্রেন একরকম না । সে ক্ষেত্রে আমারা অনেকেই হুট করে সিদ্ধান্ত নিতে গিয়ে অনেক ভুলভাল সিদ্ধান্ত নিয়ে ফেলি । সে ক্ষেত্রে জীবনের চরম মূল্য দিতে হয় আমাদের। কিন্তু যারা পরিকল্পনা করে কাজ করে, সে ক্ষেত্রে তাদের জীবনের সফলতা পেতে তেমন ঝুঁকি পোহাতে হয় না।
সকালে উঠে আমরা যদি সারাদিনের পরিকল্পনা করে সে ক্ষেত্রে আমাদের স্বাভাবিকভাবেই দিনটা ভালো কাটে। তবে সকালে উঠে যদি সারাদিনের কল্পনা না করি তবে কোন দিকে কি করতে গিয়ে দিনটি পার হয়ে যায় বুঝতেই পারি না।তেমনি আমাদের জীবনের ক্ষেত্রেও যদি আমরা পরিকল্পনা করে কাজ করি তবে জীবনের সফলতা তাড়াতাড়ি পাওয়া যায়।
পজিটিভ মানুষের সাথে মিশতে হবে
জীবনে সফল হওয়ার মূল মন্ত্র হচ্ছে পজিটিভিটি। আমাদের ব্রেনকে সবসময় হ্যাঁ বোধক শব্দ শোনাতে হবে।যেসব মানুষগুলো আপনাকে সব সময় আপনার কাজে অনুপ্রাণিত করবে। আপনাকে বলবে হ্যাঁ, তুমি পারবা, তোমার দ্বারা সম্ভব চেষ্টা করে যাও এক দিন সফতা আসবে।সে সব মানুষগুলোর সাথে আপনাকে মিশতে হবে। কিন্তু যে মানুষগুলো আপনাকে বিপথে ঠেলে দিবে এবং বলবে তুমি পারো না, তোমার দ্বারা সম্ভব না, বৃথা চেষ্টা করো না।সেসব মানুষগুলো থেকে আপনাকে এড়িয়ে চলতে হবে।
এমন মানুষের সাথে মিশবে যেসব মানুষগুলো আপনার ভেতরের সুপ্ত প্রতিভাকে বিকাশিত করার জন্য আপনাকে একটি সুষ্ঠ পরিবেশ তৈরি করে দেবে। ভালো মানুষের সাথে মিসলে আপনি জীবনে ভালো কিছু করতে পারবেন।কথায় বলে সৎ সঙ্গে সর্গে বাস আর অসৎ সঙ্গে সর্বনাশ।
ক্রিয়েটিভ মাইন্ডের হতে হবে
নতুন কিছু সৃষ্টির নেশায় আপনাকে আপনার জীবনের সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে দেবে। লোকে যা পারেবেনা বলে পিছু হটে যায় সেখানে আপনাকে নতুন কিছু করার লক্ষ্যে সামনে এগুতে হবে। জীবনে সফল হতে হলে রিক্স নিয়ে কাজ করতে হবে।আপনার মধ্যে যে সুপ্ত প্রতিভা গুলো আছে তার বিকাশ ঘটাতে হবে। তার জন্য আপনাকে জন কোলাহল পূর্ণ পরিবেশ থেকে কিছুটা দূরে যেমন পাহাড়, সমুদ্র প্রাকৃতিক পরিবেশে ডুবে থাকতে হবে। এতে আপনার মেধার বিকাশ ঘটবে তাড়াতাড়ি। সব সময় আপনাকে নতুন কিছু করার চেষ্টা করতে হবে। কারণ নতুনত্বকে সবাই পছন্দ করে।
সবার কাছে নিজেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে পরিচয় দিতে কে না চাই। আর এই গুরুত্বপূর্ণ ব্যক্তি হতে হলে আপনাকে হতে হবে সফল। কারণ এই পৃথিবী সফল ব্যক্তিদের মনে রাখে কিন্তু যারা ব্যর্থ তাদেরকে কেউ মনে রাখে না। আমরা সবাই জানি সফলতা পেতে হলে কঠোর পরিশ্রম করতে হবে। কারন সফলতার পথ কখনো মসৃণ হয় না।তাই নতুন কিছু সৃষ্টির নেশায় থাকতে হবে।
লেখক এর মন্তব্য: জীবনে সফল হওয়ার মূলমন্ত্র
এমন জীবন তুমি করিবে গঠন মরনে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। ছোটবেলায় কবির এই কথাটির অর্থ বুঝিনি ঠিকই কিন্তু আজ বুঝতে পারছি এই কথাটি কত মূল্যবান। জীবনে ব্যর্থ হয়ে কোন অজুহাত দেখানো চলবে না। কারন আমরা যখন জন্ম নেই তখন আমাদের জ্ঞান বুদ্ধি কিছুই থাকেনা। সেখান থেকে অনেক চড়াই-উৎরাই পেরিয়ে সফল হতে হবে। পৃথিবীতে যারাই সফল হয়েছে, তাদের মূলমন্ত্র ছিল অধ্যাবসায়, পরিশ্রম, ত্যাগ ও ধৈর্য।
জীবনে সফল হওয়ার মূল মন্ত্র হচ্ছে আপনাকে প্রচুর পড়াশোনা করতে হবে তথা জ্ঞান অর্জন করতে হবে। নিজের শখ আহ্লাদ কে বিসর্জন দিতে হবে। সময়ের মূল্য দিতে হবে। এবং ধৈর্য ধরে একাগ্রচিত্রে কাজ করতে হবে। জীবনে সুস্থ ভাবে বেঁচে থাকার জন্য আপনাকে সফল হতে হবে।
পরিশেষে, এটাই বলতে চাই যে জীবনের সফল হওয়ার মূল মন্ত্র কিতা উপরে আলোচনা করা হয়েছে। শুধু একটা বিষয়ে আমাদের সব সময় মনে রাখতে হবে। ব্যর্থতা জীবনের শেষ কথা নয়, ব্যর্থতা থেকে অনুপ্রাণিত হয়ে আমাদের সফলতার পেছনে ছুটতে হবে।
এএন আইটি কেয়ার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url