থানকুনি পাতার উপকারিতা ও অপকারিতা


উপস্থাপনা:

থানকুনি পাতা মানুষের শরীরের জন্য খুবই উপকারী একটি ভেষজ উদ্ভিদ। প্রতিদিন সকালে খালি পেটে ৩-৪ থানকুনি পাতা খেলে অনেক জটিল রোগ নির্মূল করা যায়। প্রাচীন কালের মানুষেরা তাদের অসুখ হলে ভেষজ উদ্ভিদ খেয়েই তাদের অসুখ দূর করতো।

থানকুনি পাতার উপকারিতা ও অপকারিতা 

পোস্ট সূচ পত্র

থানকুনি পাতার উপকারিতা ও অপকারিতা :

থানকুনি পাতার অনেক উপকার রয়েছে এগুলো হলো:

*থানকুনি পাতা খেলে পেটে ভালো থাকে।

*থানকুনি পাতা খেলে মানুষের স্মৃতিশক্তি বৃদ্ধি পায়।

*বদহজম দূর করে এই থানকুনি পাতা 

*এই পাত খেলে ত্বকের উজ্জ্বলতা বাড়বে।

* চুল পড়া রোধে এই পাতার জুড়ি নেই

*রক্ত পরিষ্কার করে এই থানকুনি পাতা।

 প্রত্যেকটা জিনিসের ভালো দিক এর পাশাপাশি কিছু খারাপ দিক ও রয়েছে। অতিরিক্ত যে কোনো কিছুই শরীরের জন্য ক্ষতিকর।

থানকুনি পাতার অপকারিতা:

*অতিরিক্ত থানকুনি পাতা খেলে পেটে ব্যথা হতে পারে। *যাদের লিভারের সমস্যা আছে তাদের এই পাত না খাওয়াই ভালো।

* বেশি থানকুনি পাতা খেলে এলার্জির সমস্যা হতে পারে।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এএন আইটি কেয়ার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url