OrdinaryITPostAd

সঠিক নিয়মে পশুপালন করে বাড়তি আয়

সঠিক নিয়মে পশুপালন করে বাড়তি আয় 

উপস্থাপনা: 

গ্রামীণ জীবনে বাড়তি আয়ের একটি অন্যতম মাধ্যম হচ্ছে পশুপালন। বর্তমানে কৃষক দের  যে অবস্থা তাতে শুধু জমি চাষ করে সংসার চালানো কষ্টকর হয়ে পড়েছে একমত অবস্থায় পশু পালন করে লাভের মুখ দেখছেন তারা।


পশুপালন করে বাড়তি আয় :

পশুপালন কেবল গ্রামীণ জীবনে না এটি এখন ছড়িয়ে পড়েছে সর্বত্রই। পশুপালন প্রশিক্ষণ করে অনেক শিক্ষিত বেকার তরুণেরা এখন হয়ে উঠেছে সাবলম্বী। তাছাড়া বাড়ির মহিলারা ও এর পরিচর্যা করতে পারে সহজেই।

পশুপালনের অসুবিধা:

সুবিধার পাশাপাশি এর কিছু অসুবিধা ও রয়েছে। এতে পরিবেশ কিছুটা নোংরা হয়। তাই এগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। জায়গা বেশি লাগে । যারা এদের দেখা শুনা করে তাদের অনেকে অসুখ হতে পারে। তাছাড়া পশুপালন সঠিক পরিচর্যা না করলে পশু অনেক রকম রোগে আক্রান্ত হতে পারে। এতে লাভের চেয়ে ক্ষতি হয় বেশি।

সঠিক নিয়মে পশুপালন :

অনেকই পশু পালন করে লাভের মুখ দেখতে পারছে না, তার প্রধান কারণ তারা পশুপালনের সঠিক নিয়ম জানেনা। 
*পশু কে নিয়মিত পুষ্টিকর খাবার দিতে হবে 
*পশুর বাসস্থান আলো বাতাস যুক্ত উঁচু জায়গায় হতে     হবে 
*পশু কে নিয়মিত টিকাদান করতে হবে।
*গোয়ালঘরে আশেপাশের জায়গা পরিস্কার রাখতে।       হবে।
*পশুর নিয়মিত পরিচর্যা করতে হবে।

উপসংহার :

পরিকল্পনা করে পশু পালন করলে আমরা লাভের মুখ দেখতে পারবো তাড়াতাড়ি। এবং আমার আত্মনির্ভরশীল হতে পারবো।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এএন আইটি কেয়ার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url